করোনা-যুদ্ধ শ্রমিকদের শোষণের অজুহাত হতে পারে না: রাহুল

করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য়ে শ্রম আইনে সংশোধনের পথে হেঁটেছে কয়েকটি রাজ্য়। এ নিয়ে এবার গর্জে উঠলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। করোনার বিরুদ্ধে লড়াইকে অজুহাত করে কখনই শ্রমিকদের শোষণ করা যেতে পারে না। এভাবে শ্রমিকদের কন্ঠরোধ ও মানবাধিকার কেড়ে নেওয়া যায় না, এ ভাষাতেই সরব হয়েছেন কংগ্রেস সাংসদ।

এদিন টুইটে সোনিয়া-পুত্র লিখেছেন, ”অনেক রাজ্য় শ্রম আইনে বদল আনছে। আমরা সকলে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছি। এটাকে অজুহাত করে কর্মীদের শোষণ করা, কন্ঠরোধ করা, তাঁদের মানবাধিকার কেড়ে নেওয়া ঠিক নয়”।রাহুলের পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ”অর্থনীতি চাঙ্গা করার নামে শ্রম আইনকে আলগা করার যে পরিকল্পনা করছে মোদী সরকার, তা বিপজ্জনক… নোট বাতিলের মতো এটা খানিকটা হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করার মতো”।

প্রসঙ্গত, করোনায় লকডাউনের জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ। এই পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য়ে কয়েকটি রাজ্য়ে শ্রম আইনে বদল এনেছে। র মধ্যে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাটের মত বিজেপি শাসিত রাজ্যগুলি ব্যাপক বদল এনেছে। তবে রাজস্থান ও পাঞ্জাবের মত কংগ্রেস শাসিত রাজ্যগুলি, এবং বিজেডি শাসিত ওড়িশাতেও কিছু বদল আনা হয়েছে, যা তুলনায় অবশ্য কম।

Comments