লকডাউন পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে মোদী

করোনা পরিস্থিতিতে দেশে লকডাউনের মেয়াদ কি ফের বাড়ানো হবে? তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষের মুখে সোমবার ফের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিনের ভিডিও বৈঠকে লকডাউন পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, করোনায় লকডাউনের জেরে দেশের অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায়, সে নিয়েও এদিন মুখ্য়মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য়, আগামী ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন।

এদিনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষবর্ধন। এছাড়াও মোদীর ভিডিও কনফারেন্সে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাাথ, অরুণাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী পেমা খান্ডু।এবারের ভিডিও কনফারেন্সে সব রাজ্য়ের মুখ্য়মন্ত্রীকে আলাদা করে বক্তব্য় রাখার সুযোগ দেওয়া হয়েছিল বলে খবর। বিগত ভিডিও বৈঠকগুলোতে বাছাই করা কয়েকজন মুখ্য়মন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

রবিবার রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানে রাজ্যগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার কথা বলা হয়।

Comments