Header Ads

হান্দওয়াড়া এনকাউন্টার: নিহত জওয়ানদের থেকে অস্ত্র চুরি জঙ্গিদের

উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ায় এনকাউন্টারের ঘটনায় নয়া তথ্য় সামনে এল। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত তিন সিআরপিএফ জওয়ানের থেকে ২টি অস্ত্র চুরি করেছিল জঙ্গিরা। নিহত তিন জওয়ানের থেকে ২টি অস্ত্র নিয়ে হামলার পর চম্পট দেয় জঙ্গিরা, দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছেন সিআরপিএফের এক শীর্ষ আধিকারিক।

উল্লেখ্য়, সোমবার হান্দওয়াড়ায় আধা সামরিক বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় তিন জওয়ান নিহত হন। গুলির লড়াইয়ে প্রাণ হারায় ১৪ বছরের এক বাসিন্দাও। এর আগে, হান্দওয়াড়ার কুপওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই শীর্ষ সেনা অফিসার-সহ ৫ নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হন।

সোমবার রাতে এনকাউন্টারের পরে ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চম্পট দেয় জঙ্গিরা।

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার জানিয়েছেন, জঙ্গি দমন অভিযান চালানো হবে। তিনি আরও বলেছেন, ” ইতিমধ্য়েই নিরাপত্তা ব্য়বস্থা জোরদার করা হয়েছে। জঙ্গি দমন অভিযান চলছে এবং আগামী দিনে এই অভিযান আরও করা হবে”।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.