দেশে করোনা পজেটিভ ৪৯ হাজারের বেশি, মৃত ১৬৯৪

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ২,৬৮০ জন ও মৃত ১১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভ ৪৯,৩৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪,১৮২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১,৬৯৪ জনের। সংক্রমণের প্রকোপ রুখতে আগামী ২১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে তেলেঙ্গানা সরকার। লকডাউনে আয় প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সরকারের কোষাগারও খালি হচ্ছে। ঘাটটি পূরণে পেট্রল ও ডিজেলে আবাগারী শুল্ক বাড়িয়ে রাজস্ব ঘাটতি পূরণের চেষ্টায় কেন্দ্র।
রাজ্য়ে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্য়া বেড়েছে। বাংলায় করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্য়ু হয়েছে। রাজ্য়ে কোভিড মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৮। বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ১,৩৪৪। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৪০ জন। এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় সুস্থ হয়েছেন ২৬৪ জন।
বিশ্বে ভয়ঙ্কর এই ভাইরাসের শিকার ২,৫৭,২৭৭ জন। আক্রান্ত ৩,৬৬৩,৮২৪। করোনা বিধ্বস্ত আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৭০ হাজারের বেশি। মৃত্যুর নিরিখে এরপরই রয়েছে ব্রিটেন, ইটালি ও স্পেন। করোনাভাইরাসের রোধকারী অ্যান্টিবডি তৈরিতে ইস্রায়েলের বিজ্ঞানীরা “গুরুত্বপূর্ণ অগ্রগতি”র ছাপ রাখছেন বলে দাবি করেছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী নাফটালি বেনেট।
Post a Comment