
জিও ফাইবার এখন বিনামূল্যে। চুটিয়ে ব্যবহার করেন ইন্টারনেটের সঙ্গে যাবতীয় সুযোগ সুবিধা। আনলিমিটেড ইন্টারনেট। যেমন থাকবে ডাউনলোড স্পিড, তেমনই আপলোড স্পিড, দাবি সংস্থার। তবে এই বিনামূল্যে ব্যবহারের বৈধতা ৩০ দিন। এরপর আপনাকে রিচার্জ করতে হবে।
মাসে ৩৯৯ টাকা থেকে শুরু রিচার্জ প্ল্যান। জিওর ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, “জিও ফাইবার বর্তমানে দেশের মধ্যে সব চেয়ে বৃহত্তম ফাইবার সরবরাহ সংস্থা। ভারতের কয়েক লক্ষ্য বাড়িতে পৌঁছে গিয়েছে এই পরিসেবা”।
এছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় অফারের সঙ্গে বিভিন্ন রিচার্জ প্ল্যান। ৬৯৯, ৯৯৯, ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে পেতে যাবেন আনলিমিটেড ভয়েস কল। ৬৯৯ টাকার প্ল্যানে ইন্টারনেট স্পিড থাকবে ১০০ এমবিপিএস। ৯৯৯ টাকার প্ল্যানে ১৫০ ও ১৪৯৯ টাকার প্ল্যানে রয়েছে ৩০০ এমবিপিএস স্পিড থাকবে। এছাড়া ৯৯৯ ও ১৪৯৯ টাকার প্ল্যানের সঙ্গে পেতে যাবেন OTT সাবস্ক্রিপশন অ্যাপ ব্যবহারের সুবিধা। যার মূল্য ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে।
Comments
Post a Comment
Welcome To My Blog.