Header Ads

বিদেশে আটকে থাকা ভারতীয়দের ৭ মে থেকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানো শুরু করবে বিদেশমন্ত্রক। আগামী ৭ মে থেকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে প্রবাসে বন্দি ভারতীয়দের, সোমবার টুইট করে এমনটাই জানানও হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “বিমান এবং জাহাজের মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এক্ষেত্রেও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি) মানা হবে। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস এবং হাই কমিশন ভারতীয় নাগরিকের একটি তালিকা প্রস্তুত করছে। তবে পেমেন্টের ভিত্তিতে এই সুবিধা পাওয়া যাবে। ৭ মে থেকে পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে বিমানে নেওয়ার আগে যাত্রীদের মেডিকেল স্ক্রিনিংও করা হবে। যারা এই পরীক্ষায় পাস হবে তাঁদেরকেই ফিরিয়ে আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রকের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশই মানা হবে। তবে গন্তব্যে পৌঁছে সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। স্ক্রিনিংয়ের পর তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনেও রাখা হবে কোনও হাসপাতালে বা কোনও কোয়ারেন্টাইন সেন্টারে। যদিও এই বিষয়গুলি দেখবে রাজ্য সরকার।

রবিবার মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌড়ার সভাপতিত্বে বৈঠকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয় রাজ্যগুলিকে এবং তাদের জন্য পৃথকীকরণ এবং পরীক্ষার ব্যবস্থা প্রস্তুত করতেও বলা হয়। অনুমান করা হচ্ছে যে বর্তমানে বিদেশে থাকা ১ কোটি লোকের মধ্যে প্রায় ১,৯২,০০০ জনকে সামাজিক দূরত্ব মেনেই ফিরিয়ে আনা সম্ভব হবে। অবশ্যই তাঁদেরকে আগে পেমেন্ট করতে হবে এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.