পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়া দেবে কংগ্রেস, বিজেপিকে কটাক্ষ করে সিদ্ধান্ত সোনিয়ার

লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালাচ্ছে কেন্দ্র। তবে ওই ট্রেনের টিকিটের দাম পরিযাদেরই মেটাতে হবে, তাঁরা না পারলে ওই ভাড় দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। মোদী সরকারের এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক দানা বাঁধে। এরই মাঝে বড় ঘোষণা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেল ভাড়া জোগাবে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটি। সোমবার এক বিবৃতিতে কেন্দ্রকে বিঁধে এই সিদ্ধান্ত ঘোষণা করেন কংগ্রসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। তৃতীয় পর্যায়ের লকডাউনের শুরুতেই দেশজুড়ে করোনা সংক্রমিত ৪২,৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় ২,২৭০ জনের শরীরে জীবাণুর হদিশ মিলেছে। অ্যাকটিভ কেস ২৯,৪৫৩। তবে, ১১,৭০৬ জন সুস্থ হয়ে ওঠায় আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতে এখনও পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৩৭৩ জনের।
তৃতীয় পর্যায়ের লকডাউনে বাংলায় কোথায় কী ধরনের গতিবিধিতে ছাড় মিলবে, তা নির্ধারণে আজ বৈঠকে বসছে রাজ্য প্রশাসন। মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বাধীন টাস্ক ফোর্স এই ছাড়ের বিষয়টি স্থির করবে। রাজস্বের কথা বিবেচনা করে মদের দোকান খোলায় রাজ্য সরকার ছাড় দিতে পারে বলে মনে করা হচ্ছে।
পৃথিবীব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সোমবার ৩.৫ মিলিয়ান ছাড়িয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আমেরিকার অবস্থা
Post a Comment