Header Ads

সিমেন্ট মিক্সারে লুকিয়ে লখনউ পাড়ির চেষ্টা ১৪ পরিযায়ী শ্রমিক-সহ ১৮ জনের

লকডাউনের মধ্য়ে ট্রাকে বোঝাই সিমেন্ট মিক্সারে চেপে লুকিয়ে মহারাষ্ট্র থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন ১৪ পরিযায়ী শ্রমিক-সহ ১৮ জন। সন্দেহ হওয়ায় সিমেন্ট মিক্সার বোঝাই ট্রাক আটকে তল্লাশি চালায় ইন্দোর পুলিশ। সিমেন্ট মিক্সারের ঢাকনা খুলতেই দেখা যায়, সেখানে ১৮ জন রয়েছেন। যাঁদের মধ্য়ে ১৪ জন পরিযায়ী শ্রমিক। শনিবার উজ্জয়নের কাছে এমন ঘটনাই ঘটেছে।

এ প্রসঙ্গে পুলিশের ডেপুটি সুপার (ট্রাফিক) উমাকান্ত চৌধুরি জানিয়েছেন, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই কর্মীদের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের স্ক্রিনিং করা হবে।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.