Header Ads

অরেঞ্জ জোনে বড় ছাড়, ট্যাক্সি-ক্যাব পরিষেবায় অনুমতি কেন্দ্রের

দেশে লকডাউনে অরেঞ্জ জোনভুক্ত জেলাতে আরও ছাড় ঘোষণা করা হল। অরেঞ্জ জোনভুক্ত জেলায় ট্য়াক্সি ও ক্য়াব পরিষেবায় অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চালক ও ২ যাত্রীকে নিয়ে ট্য়াক্সি ও ক্য়াব পরিষেবা চালু থাকবে বলে শনিবার এক নির্দেশিকায় জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। একইসঙ্গে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, চালক ও সর্বাধিক ২ যাত্রীকে নিয়ে আন্ত:জেলায় চার চাকার গাড়ি চলাচল করা যাবে অনুমতিসাপেক্ষে।

উল্লেখ্য়, ৪ মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ মে পর্যন্ত দেশজুড়ে চলবে তৃতীয় দফার লকডাউন। শনিবারই এমনটা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য়, শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, অরেঞ্জ জোনে  ট্যাক্সি, ক্যাব পরিষেবায় একজন চালক ও একজন যাত্রীকে নিয়ে চলবে এই পরিষেবা।

তবে অরেঞ্জ জোনে আন্তঃজেলা ও এক জেলার মধ্য়ে বাস পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

তৃতীয় দফার লকডাউনে কী কী নিষেধাজ্ঞা থাকছে, জেনে নিন…

* রেল-বিমান-মেট্রো পরিষেবা বন্ধ থাকবে

* সড়কপথে আন্ত:রাজ্য় পরিবহণ বন্ধ থাকবে

* স্কুল-কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

* হোটেল ও রেস্তোঁরা বন্ধ থাকবে

* সিনেমা হল, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে

* সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জমায়েত নিষিদ্ধ

* ধর্মীয় স্থান বন্ধ থাকবে

প্রসঙ্গত, করোনা রুখতে গত ২৫ মার্চ দেশজুড়ে প্রথম লকডাউন জারি করা হয়। প্রথম দফার লকডাউন শেষ হয় গত ১৪ এপ্রিল। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করে মোদী সরকার।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.