Header Ads

চালক করোনার কবলে, তালা পড়ল দিল্লির সিআরপিএফ সদর দফতরে

দিল্লির লোধি রোডে সিআরপিএফ সদর দফতর সিল করা হল। বাহিনীর সিনিয়ার এক আধিকারিকের গাড়ির চালক করোনা পজেটিভ জানার পরই এই পদক্ষেপ করা হয়েছে। এই আধিকারিক ও কর্মীর সঙ্গে সিআরপিএফ সদর দফতরে কাদের যোগ ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে ভারতীয় বায়ুসেনার ‘ফ্লাই পাস্ট’ শুরু হয়েছে। ডাল লেকের উপর উড়ল বায়ুসেনার বিমান। কলকাতা, গোয়া, ইটানগর সহ দেশের একাধিক শহরে করোনা হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি হয়, নৌ জাহাজগুলিকে আলো দিয়ে সাজানো হয়েছে। লকডাউনের চল্লিশতম দিনে দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৪০ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে এখনও পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ ৩৯,৯৮০ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ১০,৬৩৩ জন। অ্যাকটিভ কেস ২৮,০৪৬। সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১,৩০১।

বাংলায় করোনায় মৃত্যু অব্যাহত। গত বৃহস্পতি ও শুক্রবার এ রাজ্যে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। ওই দু’দিন রাজ্যে পশ্চিমবঙ্গে আরও ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতিতে নবান্ন বনাম রাজভবন সংঘাত ক্রমেই বাড়ছে। কেন্দ্রকে পাঠানো রাজ্য়ের একটি চিঠির ছবি টুইট করে রাজ্য়পালের অভিযোগ, করোনা নিয়ে রাজ্য় সরকার তথ্য় গোপন করছে। পাল্টা রাজ্যপালের ভাষা প্রয়োগ নিয়ে আপত্তি তুলে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পৃথিবীজুড়ে করোনার থাবা। বিশ্বে করোনা সংক্রমিত ৩.৪ মিলিয়ান ও মৃত ২.৪৪ লাখ। আমেরিকায় মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এরপরই রয়েছে ইটালি (২৮,৭১০ জন) ও ব্রিটেন (২৮,২০৪ জন)।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.