দিল্লির সেনা হাসপাতালে করোনার থাবা, আক্রান্ত কমপক্ষে ২৪

দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। সেনাকর্মী-সহ কমপক্ষে মোট ২৪ জনের শরীরে মিলল কোভিড ১৯। তাঁরা সকলেই সেনা হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর। পরে তাঁদের দিল্লি ক্য়ান্টনমেন্টের বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা যাচ্ছে, যাঁদের শরীরে করোনাভাইরাস মিলেছে, তাঁদের মধ্য়ে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্য়রা।এদিকে, যত দিন যাচ্ছে, দেশে করোনায় আক্রান্তের সংখ্য়া লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ১৯৫ জনের। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃতের মোট সংখ্য়া ১ হাজার ৫৬৮। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৪৬ হাজার ৪৩৩। এখনও পর্যন্ত দেশে করোনা-মুক্ত হয়েছেন ১২ হাজার ৭২৬ জন।
Post a Comment