গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত ৩৯০০, মৃত ১৯৫

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু, দু’য়েরই রেকর্ড হল। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রক দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে, সোমবার ভারতে করোনা আক্রন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা পজেটিভ ৪৬,৪৩৩ ও মৃত ১,৫৬৮ জন। সোমবার আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১২,৭২৭ জন। কোভিড-১৯-এর জেরে ক্রমশ নিম্নমুখী দেশের অর্থনৈতিক বৃদ্ধি। একান থেকে ঘুরে দাঁড়ানোর উপায় নিয়ে এ দিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। অভিজিৎবাবু জানান, সুবিধা সরাসরি দরিদ্রতম মানুষের হাতে পৌঁছনো উচিত। তাঁর কথায়, ‘মানুষের কাছে যেকোনও উপায় নগদ পৌঁছে দিতে হবে। পরিযায়ীদের কাছে সবসময় পৌঁছান যাবে না। তবে, তাদের জন্য রাজ্য সরকারগুলিকে টাকা দিতে হবে। এ জন্য নয়া কৌশল খুঁজতে হবে।’ এদিকে তৃতীয় পর্যায়ে লকডাইনের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট খুলেছে। কিন্তু, পারস্পরিক দূরত্ববিধি বজায় সহ অনেক নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এরকম চলতে থাকলে ফের করোনার প্রকোপ বাড়বে বলেই আশঙ্কা।
বাংলাতেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতিতে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ঘিরে প্রথম থেকেই তৈরি হয়েছিল বিতর্ক এবং জটিলতা। অবশেষে একপ্রকার সে কথাই স্বীকারই করে নিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। কোভিড সংক্রান্ত তথ্য রিপোর্টিংয়ের পদ্ধতিগত ত্রুটির কথা জানান তিনি। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯, এর মধ্যে ২১৮ জন সুস্থ হয়ে উঠেছেন, অ্যাক্টিভ করোনা কেস সুস্থ হওয়ার হার ১৭.৩২ শতাংশ, প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা ১৩.৯৮, প্রতি ১০ লক্ষে মৃত্যু সংখ্যা ১.৪৭।
পৃথিবীজুড়ে করোনা মহামারীতে মারা গিয়েচেন ২,৫১,৫১০ জন। আক্রান্ত ৩.৩ মিলিয়ান মানুষ। তবে সংক্রমণ বৃদ্ধির গতি খানিকটা কমেছে বলেই মনে করা হচ্ছে। আমেরিকায় করোনা পজেটিভ ১১ লাখের বেশি, মৃত ৬৭,৯১৩ জন।
Post a Comment