Corona Lockdown Situation Live Updates: ভারতে করোনা সংক্রমিত ৪৪২১, মৃত ১১৪

ভারতে ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমিত ও মৃত্যুর পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুশারে এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজেটিভ ৪,৪২১ জন। এদের মধ্যে ৩২৫ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১১৪ জনের।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সমীক্ষায় উঠে এসেছে যে, সোমবার পর্যন্ত এ দেশের ২৮৪ জেলা থেকে চার হাজারের উপর করোনা আক্রান্ত। এর মধ্যে ১,৪৮৬ জনই ৩১ জেলার বাসিন্দা ও পরিযায়ী শ্রমিক। এই পরিসংখ্যান শতাংশের বিচারে ৩১.৭১ শতাংশ। সোমবার, সাত রাজ্য থেকে ১,৩৬৭ জন করোনা পজেটিভের রিপোর্ট মিলেছে। ১৪ মার্চ লকডাউনের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু, তারপরও দেশে বিধিনিষেধ বলবৎ থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
করোনা পরিস্থিতি সামাল দিতে একধাক্কায় ৩০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হয়েছে সব সাংসদদের। সামাজিক দায় হিসেবে নিজেদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সমস্ত রাজ্যের রাজ্যপালরা। ইতিমধ্যেই অর্ডিন্যান্স পাশ করা হয়েছে। সোমবারই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লম্বা লড়াই, আমরা প্রস্তুত। এই লড়াইয়ে ভারত বিশ্বের কাছে দৃষ্টান্ত।’
আরও পড়ুন- স্বাস্থ্যকর্মীদের হেনস্থা বন্ধ করুন, মোদীকে লিখলেন এইমস-এর ডাক্তাররা
এদিকে অবস্থার অবণতি হওয়ায় করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। কিন্তু, জ্বর না কমায় তাঁকে রবিবারই লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি। প্রায় ১.৩ মিলিয়ান মানুষ ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত। আমেরিকা, স্পেন, চিন, ইটালি, ব্রিটেন, ইরানের অবস্থা মারাত্মক।
এদিকে করোনা পরিস্থিতিতে ‘আগামী দিনের দিশা’ দেখানোর জন্য় বিশেষ বোর্ড গড়লেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়, হু’র রিজিওনাল প্রাক্তন ডিরেক্টর ডা. স্বরূপ সরকার ডা.অভিজিৎ চৌধুরী ও ডা. সুকুমার মিত্র। মুখ্যমন্ত্রী জানান সোমবার দুপুর পর্যন্ত ১বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ৬১, এর মধ্য়ে ৫৫টি কেস ৭ টি পরিবারের। বাংলায় করোনা আক্রান্তদের মধ্য়ে ৯৯ শতাংশের বিদেশ যোগ রয়েছে। করোনায় বাংলায় এখনও পর্যন্ত মৃত্য়ু হয়েছে ৩ জনের। ১৩ জনকে সুস্থ করে ছাড়া হয়েছে।
Post a Comment