দেশে করোনা আক্রান্ত প্রায় ২০ হাজার, গত ২৪ ঘন্টায় মৃত ৫০

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা মঙ্গলবার ছিল সর্বাধিক। গতকাল ৫০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে প্রাণ গেল মোট ৬৪০ জনের। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৯৮৪। এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৩,৮৬৯ জন। মহারাষ্ট্রের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সে রাজ্যে করোন পজেটিভ ৫,২১৮ জন। এরপরই রয়েছে গুজরাট (২,১৭৮) ও দিল্লি (২,১৫৬)। করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেছে কেন্দ্রীয় ক্যাবিনেট। ৩ মের পর লকডাউন শিথিলের রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে,
লকডাউনের নয়া কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লেখ, স্কুলের বই-খাতার দোকান, বৈদ্যুতিন পাখা, শয্যাসায়ী ব্যক্তিদের প্রয়োজনীয় পরিষেবা ও জন উপযোগী বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় রয়েছে। করোনার প্রকোপ বাড়লেও র্যাপিড টেস্ট ২ দিন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আইসিএমআর। দু’দিনের মধ্যে ফের এ নিয়ে অ্যাডভাইসরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। চিন থেকে আসা কিট ত্রুটিপূর্ণ বলেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল নবান্ন। স্বারাষ্ট্রমন্ত্রকরে কড়া চিঠির জবাবে পাল্টা চিঠি দিয়ে এ কথাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। তবে, প্রতিনিধি দলকে অসহযোগিতার যে অভিযোগ কেন্দ্র তুলেছে, রাজ্যের তরফে তা খারিজ করা হয়েছে ওই চিঠিতে।পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৭৪। রাজ্যে ভাইরাসের বলি বেড়ে হয়েছে ১৫।
Post a Comment