Header Ads

৩ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধির সুপারিশ নবীন পট্টনায়াকের

আরও একমাস দেশজুড়ে লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সূত্রের খবর, অন্য দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পট্টনায়েকের এই সুপারিশকে সমর্থন করেছে।

দেশের করোনা হটস্পটগুলিতে লকডাউন বাড়বে। যেসব জেলায় করোনাভাইরাস সংক্রমণ হয়নি সেগুলিতে লকডাউন শিথিল হবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো বৈঠকে এমন সিদ্ধান্তই হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। লকডাউনের জেরে বেহাল দেশের অর্থনীতি। বিভিন্ন সমীক্ষাতেও তা উঠে এসেছে। তবে, প্রধানমন্ত্রীর আশ্বস্ত করে জানিয়েছেন যে, ভারতীয় অর্থনীতির অবস্থা ভাল, চিন্তার কোনও কারণ নেই। আগামী ৩ মে-র পরই লকডাউনের ভবিষ্যত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মোদী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আজ সকাল পর্যন্ত ভারতে করোনা পজেটিভের সংখ্যা মোট ২৭,৮৯২। সুস্থ হয়ে উঠেছেন ৬,১৮৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,৮৩৫। মৃত্যু হয়েছে ৮৭২ জনের।

লকডাউনেদেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বহু মানুষ আটকে রয়েছেন। তাঁদের বাংলায় ফেরাতে রাজ্য সরকার সক্রিয় বলে টুইটে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যেও করোনাভাইরাসের দাপট জারি। স্বাস্থ্য দফতরের জারি করা বিবৃতি অনুসারে রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০৫ জন।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.