প্রধানমন্ত্রীকে অভিযোগের চিঠি দিলেন ‘ক্ষুদ্ধ’ মমতা

স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী’, এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে আগাম না জানিয়ে কেন্দ্রের এহেন পদক্ষেপের বিরুদ্ধে ফের সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা। চিঠি দেওয়ার আগে সোমবার টুইটারে মমতা লিখেছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রন্তের রেকর্ড বৃদ্ধি ঘটেছে। একরাতেই করোনা পজেটিভের সংখ্যা ১,৫৪৩ জন। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুশারে ভারতে কোভিড-১৯ পজেটিভ ১৭,২৬৫ জন। এদের মধ্যে ২,৫৪৬ জন সুস্থ হয়ে গিয়েছেন। দেশে করোনার মৃত্যু বেড়ে হয়েছে ,৫৪৩।
বিশ্ব করোনা মহামারীর বলি ১.৬ লক্ষ মানুষ। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২.৪ মিলিয়ান। নিউইয়র্কে করোনা পরিস্থিতির ক্রমশ অবণতি হচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুশারে গত ২৪ ঘণ্টায় আমেরিয়ায়, ১৯৯৭ জন করোনা পজেটিভের মৃত্যু হয়েছে। মোট সংখ্য বেড়ে দাঁড়াল ৪০,৫৯১।
Post a Comment