কংগ্রেসের পরামর্শ ‘আংশিক এবং লঘুভাবে’ নিচ্ছে কেন্দ্র, সরব সোনিয়া

ভারতে যেভাবে বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট সেই প্রেক্ষেপটে ফের একবার মোদী সরকারকে তোপ দাগলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসে অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন যে তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত শেষ বৈঠকের পর থেকে ক্রমশ ‘ছড়িয়ে পড়ে এবং গতি বৃদ্ধি’ হয়েছে। তিনিই এও বলেন যে কংগ্রেসের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছিল করোনা মোকাবিলা করতে তা অত্যন্ত লঘু এবং আংশিকভাবে গ্রহণ করেছে কেন্দ্র। এমনকী কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলেই যে পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাও উল্লেখ করেন সোনিয়া।
এদিকে রাজ্যে পা রাখার পর প্রায় দেড়দিন গুরুসদয় দত্ত রোডে বিএসএফের অতিথিশালায় ঘরবন্দি থাকার পর আজ প্রথমেই রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে রয়েছে রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্যের বেশকিছু হটস্পট এবং করোনা হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি উত্তরবঙ্গেও কেন্দ্রীয় প্রতিনিধিদের অপর দলের সঙ্গে দেখা করতে গিয়েছেন উত্তরবঙ্গের মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা।
করোনা আবহে দেশের অস্বস্তি বাড়িয়ে আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার। এখনও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত। বাড়ছে মৃত্যুসংখ্যাও। এ দেশে করোনা মৃতের সংখ্যা ৬৫২। এদিকে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩০০, করোনা মুক্ত হয়েছেন ৭৯, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব আরও বলেন, “আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭টি”।
Post a Comment