করোনা মোকাবিলায় আরও ৩ কোটি ডলার অনুদান চিনের

করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বজোড়া লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (World Health Organization বা WHO) অতিরিক্ত ৩ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়িং বৃহস্পতিবার একথা জানান। তিনি আরও বলেন, এই অনুদান বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা মজবুত করার কাজে কাগবে, এবং জানান যে চলতি বছরের মার্চ মাসেও WHO-এর ভাণ্ডারে ২ কোটি ডলার জমা করেছে চিন।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিনী সহায়তা দেওয়া বন্ধ করে দেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যাঁর বক্তব্য ছিল, রাষ্ট্রসংঘের আওতাধীন এই সংস্থা করোনাভাইরাস মহামারীকে “চিনতে ভুল” করেছে।
ট্রাম্পের আরও বক্তব্য ছিল যে COVID-19 সংক্রান্ত “ভুল তথ্য” দেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার “চিন-কেন্দ্রিক” মনোভাবের ফলে বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে কয়েকমাস ধরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তীব্রতাকে লঘু করে দেখানোর চেষ্টা করে WHO।
এখন পর্যন্ত চিনে সরকারিভাবে করোনা আক্রান্ত ৮২,৭৯৮ জন, এবং মৃত ৪,৬৩২ জন, যদিও বিশ্বের অজস্র দেশের সরকার মনে করে, এই সংখ্যাগুলি আরও অনেক বেশি হওয়া উচিত। হুবেই প্রদেশের উহান শহর, যা ছিল প্রাদুর্ভাবের প্রাথমিক ভরকেন্দ্র, এবং যেখান থেকে খোঁজ আসে অধিকাংশ আক্রান্ত ও মৃতের, বর্তমানে স্রেফ ৬৯ জন চিকিৎসাধীন Covid-19 রোগীর খবর জানাচ্ছে। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মাত্র দু’জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষের বেশি, এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষের।
Post a Comment