‘বাংলায় কর্মরত ৯ আরপিএফ-কর্মী করোনা আক্রান্ত, দিল্লি থেকে লকডাউনে এলেন কী করে?’ প্রশ্ন ডেরেকের

করোনা আমাদের স্বনির্ভরতার পাঠ দিয়েছে।’ জাতীয় পঞ্চায়েত দিবসে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও বৈঠকে বললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা করলেন তিনি। গ্রামীণ উন্নয়নের যাবতীয় খাঁটিুনাটি এই অ্যাপে থাকবে। পাশাপাশি গ্রামে অনলাইন পরিষেবার সুযোগ বেড়েছে বলেও জানান মোদী। তাঁর কথায়, ‘ব্রড ব্যান্ড পরিষেবা ১.২৫ লাখ গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, কমন সার্ভিস সেন্টার হয়েছে।’ মহামারী রুখতে ভারত দৃষ্টান্ত বলেও জানান প্রদানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস চ্যালেঞ্জ গোটা বিশ্বের কাছে নতুন বিষয়। কিন্তু, করোনা আমাদের স্বনির্ভরতার পাঠ দিয়েছে। ন্যূনতম সম্পদ নিয়ে আমরা করোনার বিরুদ্ধে দারুনভাবে লড়াই করছি।’
শুক্রবার এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯২১ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে করোনা পজেটিভ ২৩ হাজার অতিক্রান্ত। সংক্রামিতের সংখ্যা ২৩,০৭৭। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৪৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৭,৬১০। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭৮ জনের। লকডাউনের মেয়াদ শেষের ১০ দিন আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সমীক্ষায় উঠে এসেছে, ভাইরাস দেশের মোট জেলার অর্ধেকেরও বেশিতে ছড়িয়ে পড়েছে, তবে তা একই আঞ্চলে সীমাবদ্ধ রয়েছে।
এদিকে, করোনা আবহে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল পত্রযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ পাতার কড়া চিঠির পাল্টা এদিন ফের টুইট করেন জগদীপ ধনকড়। লেখেন, ‘আশা করি শুভবুদ্ধির উদয় হবে। রাজ্য যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলায় সবাইকে জোটবদ্ধ হতে হবে যাতে গভীর সঙ্কটে থাকা মানুষগুলি কিছুটা সান্ত্বনা পায়।’ রাজ্যে সরকারের দেওয়া তথ্যনানুশারে, বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। মৃত ১৫। করোনা মুক্ত হয়েছেন মোট ১০৩ জন। এ রাজ্য়ে কর্মরত ৯ আরপিএফ কর্মী করোনা আক্রান্ত। শুক্রবার এই খবর জানিয়ে টুইট করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেকও ব্রায়েন।
Post a Comment