Header Ads

আপডেট নিয়েছে জুম, উন্নত হয়েছে গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা

জুমের গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠার পর জুম জানিয়েছে, নতুন আপডেটে মূলত তথ্য গোপন রাখার দিকে নজর দেওয়া হয়েছে। নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচারের সঙ্গে জুম ৫.০ নিয়ে আসা হয়েছে। এবার থেকে ৯০ দিনের সিকিউরিটি প্ল্যানের আওতায় ভিডিও চ্যাট ও অডিও কল হবে নিরাপত্তায় মোরা।

জুম তার প্ল্যাটফর্মে যুক্ত করেছে AES 256-bit GCM এনক্রকিপশন। জুম ব্যবহার করতে গিয়ে অনেকেই জানিয়েছিল যে ভিডিও কনফারেন্সিংএর সময় অনেকক্ষেত্রে অপরিচিত ব্যক্তির আগমণ ঘটে। সম্প্রতি নতুন আপডেটে সেই সমস্যা ঘুচে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নতুন লেভেলের এনক্রিপশন বর্তমানে জুম মিটিং, জুম ভিডিও ওয়েবিনার এবং জুম ফোন জুড়ে উপলব্ধ।

জুম ৫.০ তে রয়েছে “Report user” বটন। নামটি থেকে বোঝা যায়, মিটিং যে সঞ্চালোনা করবে, সে কোনো সমস্যা দেখলে রিপোর্ট করতে পারবেন। অন্য ইউজারকেও জানাতে পারবেন।

মিটিং পাসওয়ার্ড এখন ডিফল্ট মোড। সুতরাং জুম কলের জন্য পাসওয়ার্ড তৈরিতে থাকবে ডিফল্ট ফিচার। জুম ৫.০ এখনও লঞ্চ হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যেই উপলব্ধ করা উচিত। জুম ৫.০ আপডেট পেতে, আপনাকে এটি ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। আপনি যদি আপনার স্মার্টফোনে জুম ব্যবহার করছেন তবে আপনাকে অ্যাপটি আপডেট করতে হবে।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.