ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত মহিলা নকশাল সদস্য, জখম দুই পুলিশ কর্মী


বুধবার সকালে ছত্তশগড়ের নারায়ণপুরের পুলিশ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে নকশালদের গুলির লড়াই চলে। এতেই নিহত হয়েছে নকশালেদর এক মহিলা সদস্য। আহত দুই পুলিশ কর্মী।

ছোট্টেডঙ্গার থারান অন্তর্গত অরণ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে নকশালদের গুলির লড়াই চলে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় নকশালদের আনাগোনার খবর ছিল। এদিন নিষিদ্ধ ওই সংগঠনের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ ও জেলা সংরক্ষিত বাহিনী-ছত্তিশগড় সশস্ত্র বাহিনী। জানিয়েছেন নারায়ণপুরের পুলিশ সুপার মোহিত গর্গ।

কাদামেটা পুলিশ ক্যাম্পের কাছে যৌথ বাহিনী পৌঁছলে তাদের দেখে গুলি ছুড়তে শুরু করে নকশালরা। নাশকতার উদ্দেশে মাটিতে ডিটোনেটার পৌঁতা ছিল। এরপরই পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এতেই নিহত হয় মহিলা নকশাল সদস্যা। আহত হয়েছেন জেলা সংরক্ষিত বাহিনী-ছত্তিশগড় সশস্ত্র বাহিনী দুই কর্মী। এমনটাই দাবি পুলিশ সুপারের। নিহতের কাছ থেকে ২টি বন্দুক উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

Welcome To My Blog.