Header Ads

করোনা আবহে মার্কিন ডলারপিছু ২৬ পয়সা বাড়ল ভারতীয় মুদ্রার দাম

করোনার জেরে লকডাউন চলছে গোটা দেশে। কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে অর্থনৈতিক অবস্থা। মঙ্গলবার সেই প্রেক্ষাপটে দাম বাড়ল টাকার। মার্কিন ডলারপিছু ২৬ পয়সা বেড়ে ভারতীয় মুদ্রার দাম হল ৭৫.৮৭ টাকা। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের মতে দেশীয় বাজারে খানিক সাম্যতার ফলেই অর্থের এমন মূল্যবৃদ্ধি। মুদ্রা ব্যবসায়ীদের একাংশের অবশ্য মত দেশীয় পণ্যর স্থিতি এবং স্থানীয় ইউনিটের স্থিরতার ফলেই কিছুটা নিয়ন্ত্রণে এসেছে টাকার দাম।

মঙ্গলবার সকালে শেয়ারবাজার খুলতেই ভারতিয় মুদ্রার দাম ছিল ৭৫.৯২ টাকা। পরবর্তীতে মার্কিন ডলারপিছু ২৬ পয়সা বেড়ে ভারতীয় মুদ্রার দাম হয় ৭৫.৮৭ টাকা। শুক্রবার পর্যন্ত মার্কিন ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৬.১৩ টাকা। সোমবার মহাবীর জয়ন্তীর অ্যাকাউন্টে ফরেক্স মার্কেট বন্ধ ছিল। ব্যবসায়ীরা বলেন যে দেশের ও বিশ্বের অর্থনীতির উপর করোনভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ ছিলই বিনিয়োগকারীদের।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭৪ হাজার। ভারতে এখনও পর্যন্ত ৪৪০০টির ও বেশি করোনাভাইরাসের আক্রান্তের খবর সামনে এসেছে এখনও পর্যন্ত। মঙ্গলবার বেড়েছে সেনসেক্সও। ১১২৭.৩৩ পয়েন্ট বেড়ে ২৮,৭১৮.২৮ পয়েন্টে রয়েছে সেনসেক্স। নিফটির সূচক ৩৪৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪২৮.৭৫-তে

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.