Header Ads

করোনা মোকাবিলায় রাজ্যে জারি পূর্ব নিষেধাজ্ঞা Coronavirus

রাজ্যে জারি লকডাউন! ঘরবন্দী রাজ্যবাসী। কিন্তু আটকানো গেল না করোনার গ্রাস। একই দিনে একই পরিবারের পাঁচ আক্রান্তের খবরে এবার ভীত গোটা বাংলা। এই আবহে রাজ্যে জারি রইল পুরোনো নির্দেশিকা। নিত্যপ্রয়োজনীয় জিনিষ এবং ওষুধপত্রের ক্ষেত্রে নিয়ম শিথিল জারি রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে আরও পাঁচজন করোনা আক্রান্ত হলেন শুক্রবার। একদিনে এটিই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা এ রাজ্যে। এদিন আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন এগারো বছরের বালক, বাকি চারজনই মহিলা। এদের মধ্যে একটি ন’মাসের শিশুকন্যার দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ।
এদিকে ভারতের পাশাপাশি লকডাউনে শামিল ব্রিটেনও। শুক্রবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সে দেশের ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।এদিকে নভেল করোনা ভাইরাসের আক্রমণের আবহে আন্তর্দেশীয় উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে ভারত। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এই মুহুর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৪। এদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড-১৯ সংক্রমণে দেশে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুসারে, মৃতের সংখ্যা ১৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে, ভারত এখনও সংক্রমণের দ্বিতীয় ধাপেই রয়েছে।

No comments

Welcome To My Blog.

Powered by Blogger.