মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন আরবিআই-এর ডেপুটি গভর্ন


নয়াদিল্লি, ২৪ জুন (পিটিআই): উর্জিত প্যাটেলের মতোই মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য। একটি ইংরেজি দৈনিক পত্রিকাতে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগস্ট মাসেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফের যোগদান করতে চলেছেন তিনি। যদিও আগে ঠিক ছিল, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদে মেয়াদ সম্পূর্ণ করে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন তিনি। কিন্তু, কোনও অজ্ঞাত কারণে যোগদানের সময় বেশ কিছুটা এগিয়ে এনেছেন বিরল আচার্য। রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিরলের ইস্তফা নিয়ে এখনও কিছু না জানানো হলেও সূত্রের খবর, অব্যাহতির জন্য ব্যক্তিগত কারণই দেখিয়েছেন তিনি। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদ ছেড়েছিলেন। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে মতপার্থক্য উর্জিত প্যাটেলকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছিল বলে তখন গুঞ্জন উঠেছিল। এবারও তেমন কিছু ঘটেছে বলেই মনে করা হচ্ছে। কারণ, গত বছর বিরল আচার্যর মন্তব্যের মাধ্যমেই কেন্দ্র-রিজার্ভ ব্যাঙ্ক বিবাদের সূত্রপাত হয়েছিল। সেই সময় বিরল আচার্যর ইস্তফা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল

No comments:

Post a Comment

Welcome To My Blog.